on
R কিকস্টার্টার - ০১ কিছু রিসোর্স ও বই
এই পোস্টে আমি R প্রোগ্রামিং এর কিছু রিসোর্স শেয়ার করবো। R অনেক বড় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যতই গভীরে যাবেন ততোই নতুন নতুন জিনিস পাবেন শেখার জন্য। R নিয়ে আমি যত লেখা লিখবো সেগুলো অবশ্যই পর্যাপ্ত না। আপনাকে নিজের উদ্যোগে আরো অনেক ঘেঁটে ঘেঁটে শিখতে হবে। এই রিসোর্সগুলো খুবি উপকারি, তাই আশা করছি রিসোর্সগুলোর সম্পুর্ণ স্বদব্যবহার করবেন।
বইঃ
☛ R in Action: Data Analysis and Graphics with R
☛ The Book of R: A First Course in Programming and Statistics
☛ R for Everyone: Advanced Analytics and Graphics
☛ Beginning R: An Introduction to Statistical Programming
R এডিটর/IDE:
☛ RStudio
MOCC কোর্সঃ
☛ Programming with R for Data Science
☛ Introduction to R for Data Science
ব্লগ ও টিউটোরিয়ালঃ
☛ A Hands-on Introduction to Statistics with R
☛ Try R
মেইলিং লিস্ট, ফোরাম, হেল্পঃ
☛ Nabble
☛ R-help – Main R Mailing List
অন্যান্যঃ
☛ r-dir
☛ CRAN-The Comprehensive R Archive Network
এখানে শুধু আমার পরিচিত/আমি নিজে যেসব ব্যবহার করেছি সেসব রিসোর্স শেয়ার করা হয়েছে। এর বাইরেও অনেক রিসোর্স আছে। কেউ যদি ভালো কোন রিসোর্স পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানান, আমি পোস্টে অ্যাড করে দিবো।